রাঙ্গুনিয়ায় বই বিতরণ উৎসবে শিক্ষার্থীদের তীব্র উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১লা জানুয়ারী ২০১৯ ০৫:১৮ অপরাহ্ন
রাঙ্গুনিয়ায় বই বিতরণ উৎসবে শিক্ষার্থীদের তীব্র উচ্ছ্বাস

দেশের অন্যান্য স্থানের ন্যায় রাঙ্গুনিয়ায় একযোগে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে উপজেলার ১৫০টি প্রাথমিক, ৮০টি কেজি ও দুই শতাধিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় পালিত হয়েছে এই বই উৎসব। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র উচ্ছ্বাস দেখা গিয়েছে। বই বিতরণকালে বিদ্যালয়গুলোর আঙ্গিনা শিক্ষার্থীদের আনন্দে উৎসবে রূপ নেয়। মুরাদের ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় : রাঙ্গুনিয়ার মুরাদের ঘোনা স্কুলে বই বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। শিক্ষক তাপস চক্রবর্তীর স ালনায় উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক মোজাম্মেল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিলি রাণী বড়–য়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর তারেকুল ইসলাম চৌধুরী, ইয়াছমিন আক্তার, সাংবাদিক জগলুল হুদা, বিদ্যালয়ের সামাজিক মূল্যায়ণ কমিটির সভাপতি রাসেল চৌধুরী, অভিভাবক কমিটির সদস্য আজিজুল ইসলাম, রওশন আলী খাঁন, আইয়ুব মাহমুদ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সোহেল খাঁন, আক্তার হোসেন চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী, দিলুয়ারা বেগম প্রমুখ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। মধ্যম নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় : রাঙ্গুনিয়া পৌরসভার মধ্যম নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মো. জামাল উদ্দিন। শিক্ষক আবদুল মালেকের স ালনায় উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর জালাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল আলী, বিদ্যালয় পরিচালনা পরিষদ সহসভাপতি মো. হারুন, গোচরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হারুন মাতব্বর প্রমুখ। 

রাঙ্গুনিয়ার শিশুমেলা মডেল স্কুল :  বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিন, বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় : রাঙ্গুনিয়ার বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিন প্রমুখ। 

বেগম জাকির হোসেন প্রাথমিক বিদ্যালয় : বেগম জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিন, পৌরসভার কাউন্সিলর ও বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ। 
দ্যা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুল : চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুলে বই বিতরণ উৎসব স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ পরিমল কান্তি বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন রোকন, পরিচালক রবিউল হাসান মামুন, শিক্ষিকা সুমি আক্তার প্রমুখ।