
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫

অন্তর্বর্তী সরকারের সময়ে মুক্তিযোদ্ধার সংজ্ঞা সংশোধনের পর প্রথমবারের মতো বড় পরিসরে তালিকা পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। যাচাই–বাছাই ও শুনানি শেষে ৩৩৬ জনের মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ২৮ জনকে ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে গেজেটভুক্ত করার সুপারিশ করেছে এবং নতুন করে ৮৪ জনকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব দিয়েছে।
