
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫

বিশ্বমানচিত্রে মুক্ত ও স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নাম সংযোজিত হওয়ার ঐতিহাসিক দিন আজ। ১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় অর্জন করেছিল বাংলার দামাল সন্তানেরা। কুয়াশাঘেরা শীতের সকালে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য, উড়েছিল চিরগৌরবের লাল-সবুজ পতাকা।
