
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১৩:০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোট প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী নিবন্ধন কার্যক্রম জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত অ্যাপে নিবন্ধন করেছেন ২ লাখ ৫০ হাজার ৭৮ জন প্রবাসী। ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিবন্ধনের সংখ্যা প্রতি মুহূর্তে বাড়ছে। গত ১৯ নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
