
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৫, ১৩:২১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ প্রক্রিয়া নির্বিঘ্ন করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় প্রবাসী ভোটারদের সঠিক ঠিকানা দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকালে প্রেরিত এক খুদে বার্তায় কমিশন জানায়, সঠিক ঠিকানা প্রদান না করলে ভোটারদের কাছে ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না।
