
প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ১২:১২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা। এ ব্যবস্থায় ভোট দিতে এখন পর্যন্ত এক লাখ ৬৮ হাজার ৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত ভোটারদের মধ্যে এক লাখ ৪৯ হাজার ৮৮৪ জন পুরুষ এবং ১৮ হাজার ১৪৯ জন নারী।
