
প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ১১:৭

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেটি বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় ঘোষণা করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ হওয়ায় দেশের সর্বোচ্চ আদালতের এই রায় কার্যত অন্তর্বর্তী সরকারের বৈধতাকে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে।
