
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৮:২২

বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের গায়ে উঠেছে নতুন পোশাক। শনিবার (১৫ নভেম্বর) থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)সহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে নতুন ডিজাইনের লৌহ রঙের পোশাক পরিধান শুরু হয়েছে। তবে জেলা পুলিশ এখনো এই পোশাক পায়নি। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পর্যায়ক্রমে জেলা ও রেঞ্জ পর্যায়ে নতুন পোশাক বিতরণ করা হবে।
