তৃতীয় ধাপের হালনাগাদ শেষে খসড়া ভোটার তালিকায় দেশে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জনে। রবিবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, বর্তমান তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন এবং নারী ভোটার রয়েছেন ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন। এছাড়া হিজড়া ভোটারের সংখ্যা ১ হাজার ২৩০ জন।
ইসি সচিব বলেন, ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। একইসঙ্গে মৃত, অচল এবং অনুপস্থিত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার কাজও চলমান রয়েছে।
তিনি আরও বলেন, এখন দাবি-আপত্তির সময় শেষ হলে পর্যালোচনা শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠু যাচাইয়ের মাধ্যমে একটি নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করা সম্ভব হবে।