প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১৭:৯

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবেই। ভিন্ন দল ভিন্ন বক্তব্য দেবে—এটাই স্বাভাবিক রাজনৈতিক বাস্তবতা। তবে কোনো উত্তাপ, কোনো অস্থিরতা কিংবা রাজনৈতিক প্রভাবই আসন্ন নির্বাচন ঠেকাতে পারবে না। তিনি বলেন, নির্বাচন কবে হবে এবং কীভাবে হবে—তা প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদই সিদ্ধান্ত নেবেন। তবে এই নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে তিনি নিশ্চিত করেন।
