
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১১:৩৬

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত ১৩ মাসে অন্তত ৪০ জন বিচারবহির্ভূতভাবে নিহত হয়েছেন বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন অধিকার। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসেই এমন ১১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ৩০ অক্টোবর প্রকাশিত সংগঠনটির সর্বশেষ মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
