প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। এই সফরকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকা ও দিকনির্দেশনা নিয়ে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) তিনি ‘সোশ্যাল বিজনেস ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ বিষয়ক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে বক্তব্য রাখেন। সেখানে তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক চ্যালেঞ্জ ও বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
ড. ইউনূস বলেন, বাংলাদেশ বর্তমানে চ্যালেঞ্জের মধ্য দিয়েও স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে রয়েছে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয়, জলবায়ু পরিবর্তনের ধাক্কা মোকাবিলা এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে পথ চলা।
তিনি আরও উল্লেখ করেন, এই পরিস্থিতিতে জাতিসংঘের বাজেট কমানো বা উন্নয়ন সহায়তা হ্রাস করা উল্টো ফল দিতে পারে। বরং আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি, কারিগরি সহায়তা নিশ্চিত করা এবং দুর্বল দেশগুলোর জন্য ন্যায়সংগত উত্তরণের পথ তৈরি করা এখন জরুরি।
ড. ইউনূস বলেন, একটি উন্নত বিশ্বের পথ অতীতের ব্যর্থতা দিয়ে মাপা যাবে না। বরং আজকের সাহস, আজকের পদক্ষেপ এবং পরিবর্তনের প্রতি আজকের অবিচল প্রতিশ্রুতির মাধ্যমেই এটি গড়ে উঠবে। এই বক্তব্যে তিনি নতুন বিশ্বব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখতে সব পক্ষকে আহ্বান জানান।
তিনি তার বক্তব্যে সোশ্যাল বিজনেস, নতুন বহুপাক্ষিক কূটনীতি, গভীর আন্তর্জাতিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নে সম্মিলিত প্রতিশ্রুতির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তার মতে, সমন্বিত প্রচেষ্টা ছাড়া বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়।
উল্লেখ্য, এ বছর প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যুক্ত হয়েছেন জামায়াত নেতা নকিবুর রহমান তারেক।