ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ও সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে ড্রোন প্রযুক্তি, সার কারখানা স্থাপন ও নিরাপদ খাদ্য উৎপাদনে সহায়তার বিষয়ে চীনের প্রস্তুতির কথা জানান তিনি। রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়।
বৈঠকের শুরুতে উপদেষ্টা চীনের সঙ্গে বাংলাদেশের সুদীর্ঘ কূটনৈতিক সম্পর্কের কথা স্মরণ করে বলেন, “চীন আমাদের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। আমরা এই অংশীদারত্বকে ভবিষ্যতে আরও জোরদার করতে চাই।”
এ সময় উপদেষ্টা চলতি মৌসুমে আম আমদানির জন্য চীনকে ধন্যবাদ জানান এবং আগামী মৌসুমে আম ছাড়াও কাঁঠাল ও সুগন্ধি চাল আমদানির অনুরোধ জানান।
তিনি বলেন, দেশের কৃষিতে আধুনিকায়নের অংশ হিসেবে যান্ত্রিকীকরণ, আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন ও কৃষি সংশ্লিষ্টদের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে চীনের সহযোগিতা কৃষক ও কৃষি অর্থনীতির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।
বৈঠকে উভয় দেশ ভবিষ্যতে কৃষি পণ্য রপ্তানি ও প্রযুক্তি বিনিময় আরও বৃদ্ধি করার বিষয়ে সম্মত হয়। বিশেষ করে ড্রোন ব্যবহারে প্রশিক্ষণ ও মাঠপর্যায়ে পরীক্ষামূলক প্রয়োগ নিয়ে আলোচনা হয়।