
প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ১২:১৫

ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের রণকাইল গ্রামের বাসিন্দা সাইদ খান (৩৫) গত ২৯ মার্চ ঈদের জন্য জুতা কিনতে যান কানাইপুর বাজারের জুতাপট্টি এলাকার রহমত সু-স্টোরে। কিন্তু পছন্দ না হওয়ায় রাত আটটার দিকে জুতা বদলাতে গেলে দোকানদার রহমতের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানদার রহমত ক্ষিপ্ত হয়ে সাইদকে মারধর করেন।
