জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাব্বির, সাহায্যের আকুতি পরিবারের

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: শনিবার ১লা মার্চ ২০২৫ ১২:৩৫ অপরাহ্ন
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাব্বির, সাহায্যের আকুতি পরিবারের

নওগাঁর রাণীনগরের ২২ বছরের তরুণ সাব্বির হোসেন ছোটবেলা থেকেই হৃদরোগে ভুগছেন। সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থা জটিল হয়ে উঠেছে, ধরা পড়েছে একটি ভালভের সমস্যাও। চিকিৎসার ব্যয়ভার বহন করতে করতে নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার। অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে উন্নত চিকিৎসা, যা দ্রুত করানো না গেলে জীবন সংকটাপন্ন হতে পারে।  


রাণীনগর উপজেলার মধ্য রাজাপুর গ্রামের বাসিন্দা সাব্বিরের বাবা কাঠ মিস্ত্রী হাফিজুর রহমান বাবু বলেন, জন্মের দুই মাস পর ছেলের হার্টের সমস্যা ধরা পড়ে। বিভিন্ন চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে প্রায় ২৩ লাখ টাকা ব্যয় করেছেন, কিন্তু সুস্থ করা সম্ভব হয়নি। সম্প্রতি ভারতের এক চিকিৎসক জানিয়েছেন, দ্রুত অস্ত্রোপচার করতে হবে, যার জন্য প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন।  


সাব্বিরের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়ে পরিবারের পক্ষ থেকে রাণীনগর বাজারসহ বিভিন্ন স্থানে ব্যানার টাঙানো হয়েছে। তার বাবা জানান, সহায়-সম্বল বিক্রি করে এতদিন চিকিৎসা চালিয়েছেন, কিন্তু এখন আর সামর্থ্য নেই। পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি হওয়ায় সংসার চালানো এবং ছেলের চিকিৎসা খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে।  


সাব্বির বলেন, “আমি বেঁচে থেকে ভালো কিছু করতে চাই, কিন্তু দিন দিন আশা ফুরিয়ে যাচ্ছে। সমাজের সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা পেলে হয়তো চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে উঠতে পারবো।”  


সাহায্য পাঠানোর জন্য সাব্বিরের বাবার বিকাশ নম্বর ০১৭২৬-৪৮০৬৮৭ এবং সোনালী ব্যাংক, রাণীনগর শাখার সঞ্চয়ী হিসাব নম্বর ৪৮১৮১০১০১৯৫৭৮ দেওয়া হয়েছে।  


রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানিয়েছেন, বিষয়টি নজরে আছে এবং উপজেলা প্রশাসন বা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা করা হবে।