ইসলাম ধর্ম গ্রহণ করলেন নবীনগরের তপন শীল

নিজস্ব প্রতিবেদক
মোঃ শামছুল হক - সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ২২শে জানুয়ারী ২০২০ ০৯:৪০ অপরাহ্ন
ইসলাম ধর্ম গ্রহণ করলেন নবীনগরের তপন শীল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সনাতন ধর্মালম্বী এক ব্যাক্তি ‘ইসলামই শান্তির ধর্ম’এই মর্মবাণী উপলদ্ধি করে সনাতন ধর্ম ত্যাগ করে পৃথিবীর একমাত্র শান্তির প্রতিক ইসলাম ধর্ম গ্রহন করেছেন। তাঁর নাম তপন চন্দ্র শীল পিতা নকুল শীল মাতা দিপালী শীল বাড়ি নবীনগর পৌর সদরের পশ্চিম পাড়ায়। তাঁর নতুন নাম রাখ হয়েছে আবদুল্লাহ-আল-আমিন।

গতকাল নোটারী পাবলিকের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ আদালতে বিচারকের সামনে ইসলাম ধর্ম গ্রহনের ঘোষণাপত্র ঘোষনা করা হয়। তিনি ঘোষণাপত্রে পৌর এলাকার আদালত পাড়ায় অবস্থিত আননূর প্রি ক্যাডেট মাদ্রাসায় প্রধান শিক্ষক মাওলানা সাইফুর রহমান ও বিশিষ্ট ব্যক্তিদের সামনে পবিত্র কালেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসুলুল্লাহ’সহ ৫ কালেমা পাঠ করে ইসলাম ধর্মের প্রতি ঈমান এনে মনে প্রানে বিশ্বাস করে হিন্দু ধর্ম পরিত্যাগ করে হিন্দু নাম বাদ দিয়ে ইসলাম ধর্মের বিধানমতে আবদুল্লা-আল-আমিন নাম ধারন করে ইসলাম ধর্ম গ্রহন করেন মর্মে ঘোষণা করেন।

আবদুল্লা আল আমিন বলেন, আমি প্রাপ্ত বয়স্ক, ইসলাম ধর্মের রীতি নীতি ধর্ম কর্মে মুগ্ধ হয়েছি,তাই স্ব-ইচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে শান্তির ধর্ম ইসলাম ধর্ম গ্রহন করি।

এ ব্যাপারে মাদ্রাসার সভাপতি মাহাবুব আলম লিটন বলেন, আল্লাহ্ বলেছেন- ইন্নাদিনা ইনদাল্লাহীল ইসলাম; অথ্যাৎ আল্লাহর নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্ম মানার মাধ্যমে পৃথিবীতে শান্তি আসবে ইনশাআল্লাহ। আজ যিনি ইসলাম ধর্ম গ্রহন করেছেন তার প্রতি আল্লার্হ হুকুম হয়েছে বলেই তিনি ইসলাম ধর্ম গ্রহন করতে পেরেছেন। আল্লাহ্ তাকে হায়াত দান করুক তার ভবিষৎ জীবন আল্লাহ্র নির্দেশনা পথে পরিচালিত হবে সেই দোয়া করি-আমিন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব