সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
জিহাদ হায়দার , ক্রীড়া প্রতিবেদক ইনিউজ৭১
প্রকাশিত: রবিবার ১৯শে জানুয়ারী ২০২৫ ১২:৪৩ অপরাহ্ন
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত রোববার এ আদেশ দেন।  


জানা গেছে, আইএফআইসি ব্যাংকের একটি চেক ডিজঅনার মামলায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সাকিবের পাশাপাশি আরও দুইজনের বিরুদ্ধে একই মামলায় পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে, গত ১৮ ডিসেম্বর আদালত সাকিবসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেন এবং ১৮ জানুয়ারি তাদের আদালতে হাজির হতে নির্দেশ দেন। তবে নির্ধারিত তারিখে সাকিব আদালতে হাজির না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।  


মামলার বিবরণ অনুযায়ী, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম লিমিটেড ২০১৭ সালে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে মোট আড়াই কোটি টাকা ঋণ গ্রহণ করে। এর মধ্যে এক কোটি টাকা ওয়ার্কিং ক্যাপিটাল এবং দেড় কোটি টাকা টার্ম লোন হিসেবে নেওয়া হয়। ব্যাংক জানিয়েছে, সময়মতো ঋণ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিকবার নোটিশ পাঠানো হয়।  


সাকিবের প্রতিষ্ঠান চলতি বছরের ৪ সেপ্টেম্বর ব্যাংককে দুটি চেক প্রদান করে। তবে অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেকগুলো ‘বাউন্স’ করে। এতে ক্ষতিগ্রস্ত ব্যাংক কর্তৃপক্ষ চেক ডিজঅনারের অভিযোগে মামলা দায়ের করে।  


এই মামলায় সাকিব ছাড়াও তার প্রতিষ্ঠান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন এবং পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম অভিযুক্ত হন। মামলার বাদী আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান।  


সাকিবের বিরুদ্ধে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় ক্রিকেট অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ক্রিকেট মাঠে সাকিবের দক্ষতা ও জনপ্রিয়তা সবসময় আলোচনায় থাকলেও সাম্প্রতিক সময়ে তার বিভিন্ন আর্থিক কার্যক্রম নিয়ে সমালোচনা বাড়ছে।  


সাকিবের কোম্পানির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গ্রেপ্তারি পরোয়ানার আদেশের পর বিষয়টি নিয়ে তিনি আইনি পরামর্শ নিচ্ছেন বলে জানা গেছে।  


বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই খেলোয়াড়ের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ দেশের ক্রীড়াঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সাকিবের মতো একজন তারকার এই ঘটনা তার ক্যারিয়ার ও সুনামের ওপর প্রভাব ফেলতে পারে।