হিজলায় বুলবুলে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও টাকা বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৩ই নভেম্বর ২০১৯ ০৬:১৯ অপরাহ্ন
হিজলায় বুলবুলে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও টাকা বিতরণ

বরিশালের হিজলা উপজেলায় ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে টিন এবং নগদ টাকা বিতরণ করেন, বরিশাল-৪ আসনের এমপি পংকজ নাথ। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোঃ অজিয়ার রহমান। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের আয়োজনে ১৩ নভেম্বর দুপুরে পুরাতন হিজলা এবং মৌলভীরহাট এলাকায় প্রথম পর্যায়ে ১২ জন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে টিন এবং নগদ ৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আদিব হাসান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম  মিলন, শাজাহান তালুকদার, পন্ডিত শাহবুদ্দিন আহমেদ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে মেহেন্দিগঞ্জ উপজেলায়ও ১৫ জন ঝড়ে ক্ষতিগ্রস্থ ব্যক্তির মাঝে টিন, ১৫ জন নদী ভাঙ্গায় ক্ষতিগ্রস্থ ব্যক্তির মাঝে নগদ ১০ হাজার টাকা এবং ২৫০ জন ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব