ধান ক্ষেতে ৫০ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির, উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: রবিবার ১৭ই নভেম্বর ২০১৯ ০৭:৫১ অপরাহ্ন
ধান ক্ষেতে ৫০ হাজার ইয়াবা

টেকনাফের লেদায় ধান ক্ষেত হতে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

ভারপ্রাপ্ত অধিনায়ক শরিফুল ইসলাম জোমাদ্দার জানান, ১৭ নভেম্বর রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে উত্তর লেদা এলাকার খালের পার্শ্বে ক্রয়-বিক্রয়ের জন্য ইয়াবা লুকিয়ে রাখার গোপন সংবাদে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। দিনের বেলায় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি।

পরে খালের পাড়, ধান ক্ষেত ও আশপাশের বাড়ী ঘরে প্রায় দুই ঘন্টা যাবৎ ব্যাপক তল্লাশীর এক পর্যায়ে ধান ক্ষেতের ভিতর লুকায়িত বস্তাবর্তী প্যাকেট পাওয়া যায়। পরে ওই বস্তা থেকে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ধ্বংস করা হবে বলেও জানান তিনি। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব