কক্সবাজারে সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা, দুজন র‍্যাব হেফাজতে

নিজস্ব প্রতিবেদক
এরফান হোছাইন. জেলা প্রতিনিধি (কক্সবাজার)
প্রকাশিত: শুক্রবার ১০ই জানুয়ারী ২০২৫ ১০:০৮ অপরাহ্ন
কক্সবাজারে সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা, দুজন র‍্যাব হেফাজতে

কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবনে গুলি করে হত্যা করা হয়েছে খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সি-গাল পয়েন্টে এ হত্যাকাণ্ড ঘটে।  


কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান জানান, মাথায় গুলি করার পর টিপুকে আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  


নিহতের ভগিনীপতি মো. ইউনুস আলী সেখ অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এজাহারে উল্লেখ করা হয়, পূর্ব পরিকল্পিতভাবে রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে টিপুকে গুলি করা হয়।  


জানা যায়, গোলাম রব্বানী টিপু কক্সবাজারে চিংড়ি ঘের ও লবণ চাষের ব্যবসা করতেন। ব্যবসায়িক কাজে প্রায়ই কক্সবাজারে আসতেন। হত্যাকাণ্ডের সময় টিপুর সঙ্গে তার এক সাবেক সহকর্মী এবং এক নারী ছিলেন বলে দাবি করা হচ্ছে।  


র‍্যাব-১৫ এর একটি দল হত্যার তদন্তে ইতোমধ্যে সাবেক এক কাউন্সিলর এবং এক যুবককে হেফাজতে নিয়েছে। একই সঙ্গে খুলনার এক নারী শিক্ষার্থীর অবস্থান নিশ্চিত করার চেষ্টা চলছে।  


প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে।  


কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে এটি ছিনতাইয়ের ঘটনা নয় বলে মনে হচ্ছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।  


পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলেন, ঝাউবন এলাকায় পর্যাপ্ত লাইটিংয়ের অভাব এ ধরনের অপরাধ সংঘটনের সুযোগ তৈরি করছে। তারা বিচ এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানান।  


গোলাম রব্বানী টিপু খুলনা সিটি করপোরেশনের কাউন্সিলর এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। হত্যাকাণ্ডের ক্লু বের করতে পুলিশ ও র‍্যাবের তদন্ত চলছে।