কুমিল্লা সিটি ক্লাবে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ১৫ই ফেব্রুয়ারি ২০২০ ১০:৩৫ পূর্বাহ্ন
কুমিল্লা সিটি ক্লাবে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

কুমিল্লা নগরীর সিটি ক্লাবে মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান চালিয়ে ক্লাবের ৩য় তলা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। এ সময় ক্লাবের এক স্টাফকে আটক করা হয়। শুক্রবার রাতে কুমিল্লা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান রাসেলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান রাসেল জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০টায় অভিযান চালানো হয়। এসময় ক্লাব থেকে ১১ বোতল মদ, ৬ বোতল হুইস্কি, ৬ বোতল জিং, ৭ বোতল ব্ল্যাক লেভেল ও ৪০ বোতল হ্যানি ক্যান উদ্ধার করা হয়েছে। অভিযানের খবরে ক্লাবের ম্যানেজার পালিয়ে গেলেও অবৈধ মাদক রাখার অপরাধে এসময় ক্লাবের স্টাফ মিঠুকে আটক করা হয়েছে।’  
অভিযানে থাকা সদর দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মো. কেয়াম উদ্দিন জানান, ‘ক্লাবটিতে মাদক রাখার কোনো পারমিট ছিলো না। তবে ক্লাব সদস্যদের পারমিট আছে বলে দাবী করেন কর্তৃপক্ষ। ক্লাব সদস্যদের পারমিট থাকলে তাদের নিজ বাসায় রাখতে পারবে, ক্লাবে নয়। এমন সোশ্যাল একটি ক্লাবে ওপেন মাদকের ব্যবহার অবৈধ।’

সদর দক্ষিন থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, ‘এ ঘটনায় মাদকদ্রব্য অধিদপ্তর বাদী হয়ে সদর একটি মামলা দায়ের করেছে।’ ইনিউজ ৭১/এম.আর