চীনাকর্মীদের ছুটি বাড়লে পদ্মা সেতুর কাজ বিঘ্নিতের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৫ই ফেব্রুয়ারি ২০২০ ০২:৩৭ অপরাহ্ন
চীনাকর্মীদের ছুটি বাড়লে পদ্মা সেতুর কাজ বিঘ্নিতের আশঙ্কা

নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সেতু প্রকল্পে চীনাকর্মীদের ছুটি আরও বাড়লে পদ্মা সেতুর কাজে বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সচিবালয়ে দফতর প্রধান এবং প্রকল্প পরিচালকদের সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও নাগরিক সেবা প্রদানবিষয়ক সভা শেষে সাংবাদিকদের এই আশঙ্কার কথা জানান মন্ত্রী।

চলতি অর্থবছরে গত ডিসেম্বর পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় গড় ২৬ শতাংশ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের বাস্তবায়নের হার হচ্ছে ২৮ শতাংশ। পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি ওভারঅল ৭৭ শতাংশ। মূল সেতুর কাজের অগ্রগতি ৮৬ শতাংশ। এখন পর্যন্ত পদ্মা সেতুর ২৩টি স্প্যান বসেছে।’

তিনি বলেন, ‘পদ্মা সেতুতে চীনা নাগরিক কর্মরত ৯৮০ জন। এরমধ্যে ছুটিতে আছে ৩৩২ জন। ছুটি শেষে ফিরে এসেছেন ৩৩ জন, এর মধ্যে আটজন কোয়ারেন্টাইন মুক্ত। অন্যরা কোয়ারেন্টাইনে আছে।’

‘পদ্মা সেতুতে আগামী দুই মাসে যদি অচলাবস্থার (চীনের করোনাভাইরাস সংক্রান্ত) অবসান হয়, তবে আমাদের কোনো অসুবিধা হবে না। আমাদের কাজ চলবে। ১০ ফেব্রুয়ারি পদ্মা সেতুর ২৪ নম্বর স্প্যান বসতে যাচ্ছে। কাজ চলতে থাকবে যদি না এর ভেতরে ছুটি আরও প্রলম্বিত না হয়, যারা নববর্ষ উপলক্ষে চীনে ছুটিতে গেছেন। ছুটি প্রলম্বিত না হলে আগামী দুই মাসের মধ্যে পদ্মা সেতুর কাজের অগ্রগতির সংকট হবে না।’
ইনিউজ ৭১/এম.আর