
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৭

নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সেতু প্রকল্পে চীনাকর্মীদের ছুটি আরও বাড়লে পদ্মা সেতুর কাজে বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
চলতি অর্থবছরে গত ডিসেম্বর পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় গড় ২৬ শতাংশ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের বাস্তবায়নের হার হচ্ছে ২৮ শতাংশ। পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি ওভারঅল ৭৭ শতাংশ। মূল সেতুর কাজের অগ্রগতি ৮৬ শতাংশ। এখন পর্যন্ত পদ্মা সেতুর ২৩টি স্প্যান বসেছে।’

