সরাইলে গাইড-বই কিনতে শিক্ষার্থীদের বাধ্য করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শনিবার ৮ই ফেব্রুয়ারি ২০২০ ০১:৫৯ অপরাহ্ন
সরাইলে গাইড-বই কিনতে শিক্ষার্থীদের বাধ্য করার অভিযোগ

সরাইল উপজেলার বেশ কিছু বিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন প্রকাশনীর গ্রামার ও গাইড বই কিনতে শিক্ষার্থীদের বাধ্য করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব স্কুলের শিক্ষকরা শিক্ষার্থী প্রতি ৩০০ টাকা হারে অনুপম ও লেকচার প্রকাশনীর কাছ থেকে টাকা নিয়ে গ্রামার ও গাইড বই পাঠ্য করেছেন।এতে শিক্ষার্থী ওঅভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।সরাইলের লাইব্রেরিও কম-বেশি বিভিন্ন প্রকাশনীর বই বিক্রি করছে।শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদ্যালয়ে এসব গাইড ও গ্রামার বই পড়ানোর ওপর নিষেধাজ্ঞা থাকলেও সংশ্লি¬ষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা এর তোয়াক্কা না করে কৌশলে শিক্ষার্থীদের ওই সব লাইব্রেরি থেকে বই কিনতে বাধ্য করাচ্ছেন।
দিন-রাত ঘুরে জানা গেছে, সরাইল উপজেলায় ২২টি উচ্চ বিদ্যালয়ে প্রায় ২০ হাজার  শিক্ষার্থীকে সরকার পাঠ্য বইয়ের সঙ্গে গ্রামার বই বিনামূল্যে বিতরণ করেছে।

এসব বিদ্যালয়ের মধ্যে বেশ কিছু বিদ্যালয়ের শিক্ষক বিভিন্ন প্রকাশনীর বই পাঠ্য করার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। উপজেলার বিপুল সংখ্যক শিক্ষার্থীর কাছে বিভিন্ন বই প্রকাশনী  বিক্রির লক্ষ্য নিয়ে বই বিক্রি শুরু করেছে বলে জানাযায়, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ জামিল খান এ প্রতিনিধিকে জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যদি কোন প্রতিষ্ঠানের শিক্ষক এ ধরনের কোন কাজে যুক্ত হয় তবে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।