টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় নগদাশিমলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়।
নগদাশিমলা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান শামীম (ভিপি)। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সহ-সভাপতি আবু ঈশা মুনিম, উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক মো. হাতেম আলী মিয়া, সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি মো. মোকলেছুর রহমান, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, নগদাশিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ কিসলু ও সাধারণ সম্পাদক আনসার আলী সাগর।
সমাবেশে উপস্থিত কৃষকরা তাদের সমস্যাগুলো তুলে ধরেন। তারা জানান, সময়মতো সার ও বীজ পাওয়া কঠিন হয়ে পড়েছে। এছাড়া কৃষকের সন্তানদের সরকারি চাকরিতে অগ্রাধিকার এবং বিদেশে কাজের সুযোগের জন্য ঋণ সহায়তার দাবি জানান।
বক্তারা কৃষকদের সমস্যাগুলো নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে আলোচনার আশ্বাস দেন। তারা বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের সার, বীজ এবং অন্যান্য সহায়তা সময়মতো নিশ্চিত করা হবে। কৃষকদের সন্তানদের জন্য চাকরির সুযোগ এবং ঋণ দিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তারা।
কৃষকদের প্রতি সংহতি জানিয়ে নেতারা বলেন, কৃষি উন্নয়নে কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ন্যায্য দাবি পূরণ করতে ভবিষ্যতে সব ধরনের সহযোগিতা করা হবে। এই সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।