রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১১টার দিকে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
ফেরি বন্ধ থাকায় দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। শীতের প্রকোপে চালক, সহকারী ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের একদিকে ঠাণ্ডার তীব্রতা, অন্যদিকে গন্তব্যে পৌঁছানোর অনিশ্চয়তা তাদের ভোগান্তি আরও বাড়িয়ে তুলেছে।
দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সালাহ উদ্দিন জানিয়েছেন, রাত ১০টার দিকেই কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। তবে রাত ১১টায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় সম্পূর্ণভাবে ফেরি চলাচল বন্ধ করা হয়। তিনি আরও জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করে, যা যানবাহন পারাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে। তবে তীব্র কুয়াশায় দৃশ্যমানতা খুবই কম থাকায় রাতের অন্ধকারে এ সমস্যা দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা রয়েছে।
প্রতিদিন হাজারো যাত্রী ও পণ্যবাহী যানবাহনের পারাপারে গুরুত্বপূর্ণ এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় অর্থনৈতিক ক্ষতিও হচ্ছে। ভুক্তভোগীরা দ্রুত সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।