রায়গঞ্জে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
মোঃ শামছুল হক - সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার ৩রা জানুয়ারী ২০২৫ ১০:৪৩ অপরাহ্ন
রায়গঞ্জে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিদ্যালয় চত্বরে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে এ দিনটি পালিত হয়।  


উদ্বোধনী অনুষ্ঠানে নামাজ ঘরের উদ্বোধন, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং কেক কাটা আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।  


বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ কুমার নাগের সভাপতিত্বে ও ধর্মীয় শিক্ষক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি আয়নুল হক।  


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন দুলাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ফয়সাল বিশ্বাস, রায়গঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব আলী হায়দার আব্বাসী, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য এস এম সাগর সরকার, আবু হাসেম সরকার, ফিরোজ সরকার, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন এবং চান্দাইকোনা হাজী ওহায়েদ মরিয়ম অনার্স কলেজ শাখা ছাত্রদলের নেতা শাহিন সুমন।  


বক্তারা বিদ্যালয়ের প্রতিষ্ঠা ও পরিচালনার ধারাবাহিক সাফল্যের কথা উল্লেখ করেন। তারা বলেন, এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে এটি দৃষ্টান্ত স্থাপন করেছে।  


অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই মহতী উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে।  


বিদ্যালয়টির ১০৪ বছরের ইতিহাসে এ ধরনের উদ্যোগ শিক্ষার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হয়েছে।