ভিক্ষুকের ঘরে আশ্রিত প্রতিবন্ধী আকলিমা এখন গর্ভবতী !

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: শুক্রবার ৩রা জানুয়ারী ২০২৫ ১০:৩৭ অপরাহ্ন
ভিক্ষুকের ঘরে আশ্রিত প্রতিবন্ধী আকলিমা এখন গর্ভবতী !

কুমিল্লার দেবীদ্বারে বাকপ্রতিবন্ধী গর্ভবতী এক নারী, আনুমানিক ২০ বছর বয়সী আকলিমা, গত ২২ দিন ধরে এক বিধবা ভিক্ষুক আয়েশা বেগমের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তার পরিচয় অজানা, এবং তার গর্ভের সন্তানের দায়িত্ব কে নেবে তা নিয়ে বিপাকে পড়েছেন আশ্রয়দাতা ও এলাকাবাসী।  


আশ্রয়দাতা আয়েশা বেগম জানান, আকলিমা সাত-আট মাসের গর্ভবতী। তার বাড়ি কোথায়, কীভাবে তিনি এখানে এলেন—এসব কিছুই জানা যায়নি। ২২ দিন আগে ভিক্ষা করতে গিয়ে সুবিল বাজারে আকলিমাকে ঘুরতে দেখেন আয়েশা। কথাবার্তা বলতে না পারা আকলিমা তাকে অনুসরণ করে বাড়ি চলে আসেন। এরপর থেকেই আয়েশা নিজের সামান্য আয়ে আকলিমার খাবার ও ভরণপোষণের দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু চিকিৎসা বা প্রসবকালীন সহায়তা দেওয়া তার পক্ষে সম্ভব নয়।  


স্থানীয়রা জানান, আকলিমার গর্ভের সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসছে। তারা প্রশাসনের কাছে আকলিমার পরিচয় সনাক্তকরণ এবং তার চিকিৎসা ও সন্তানের দায়িত্ব গ্রহণের জন্য সাহায্য চেয়েছেন। আকলিমার কোনো নিকটাত্মীয় বা পরিবারের খোঁজ না পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।  


স্থানীয় এক মহিলার ভাষ্যমতে, আকলিমা নিজ নামটি লিখতে পারেন, তবে পিতা-মাতার নাম বা ঠিকানা জানাতে পারেন না। বারবার চেষ্টা করেও তার অতীত সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি।  


আয়েশা বেগম ও এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের মতে, এ অবস্থায় সরকারি বা বেসরকারি কোনো সহায়তা না পেলে আকলিমার ভবিষ্যৎ অন্ধকারে পড়বে। তারা আকলিমা ও তার অনাগত সন্তানের জন্য একটি সুরক্ষিত আশ্রয় এবং চিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন।  


এ ঘটনাটি মানবিক সহায়তার জন্য সমাজের সব শ্রেণির মানুষের সহযোগিতা প্রয়োজনীয়তার কথাই তুলে ধরছে। আকলিমার ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজন ত্বরিত পদক্ষেপ।