আতশবাজির ঝলকানি ও বর্ণিল আয়োজনে ২০২৫ বরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার ১লা জানুয়ারী ২০২৫ ০১:৩০ পূর্বাহ্ন
আতশবাজির ঝলকানি ও বর্ণিল আয়োজনে ২০২৫ বরণ

ঘড়ির কাটায় রাত বারোটা বাজতেই আতশবাজির আলোয় উজ্বল হয়ে ওঠে অস্ট্রেলিয়ার সিডনির আকাশ। সোনালী রঙের স্রোত থেকে চোখ সরানো দায়। মধ্যরাতে আলোর ঝলকানিতে উদ্ভাসিত হয় বিখ্যাত হারবার সেতু।


শহরটির ইতিহাসে প্রথমবারের মতো দীর্ঘ আতশবাজির প্রদর্শনী হয় এবছর। বিখ্যাত অপেরা হাউজেও আলোর ঝলকানি দেখা যায়। মনোমুগ্ধকর রঙিন আলোয় মেতে উঠতে অস্ট্রেলিয়ার সিডনি হারবারে ১০ লাখেরও বেশি মানুষের জমায়েত হয় বলে ধারণা করা হচ্ছে।

  

এর আগে নতুন বছরকে বরণ করে নেয় নিউজিল্যান্ড। স্থানীয় সময় রাত ১২টা বাজতেই নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের বিখ্যাত স্কাই টাওয়ারের আতশবাজির আলোয় উজ্জ্বল হয়ে ওঠে আকাশ। হারবার সেতুতে জমজমাট আলোকসজ্জা প্রদর্শনীর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

 

মনোমুগ্ধকর আতশবাজি আর চোখ ধাঁধানো আলোর ঝলকানিতে রঙিন হয়ে ওঠে পুরো এলাকা। দর্শনীয় এ আয়োজন উপভোগে জড়ো হন বিভিন্ন বয়সী হাজারো মানুষ।

 

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বাদেও নানা আয়োজনে নতুন বছরকে বরণ করছে বিভিন্ন দেশ। শেষ সময়ের প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। প্রতিবছরের মতো এবারও টাইমস স্কয়ার সেজে উঠেছে ভিন্ন সাজে। বাংলাদেশেও চলছে নতুন বছরের উদ্‌যাপন।