দ্রুত নির্বাচনের দাবিতে হিজলায় বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: মঙ্গলবার ৩১শে ডিসেম্বর ২০২৪ ০৭:১৮ অপরাহ্ন
দ্রুত নির্বাচনের দাবিতে হিজলায় বিএনপির সমাবেশ

বরিশালের হিজলায় দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে হিজলা উপজেলা পরিষদ মাঠে এই সমাবেশ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান।  


উপজেলা বিএনপির সদস্য সচিব এড. দেওয়ান মনির হোসাইনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলতাফ হোসেন খোকনের সঞ্চালনায় সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি সুসংগঠিতভাবে এগিয়ে যাচ্ছে। তার দেওয়া ৩১ দফা বাস্তবায়ন ও দ্রুত নির্বাচন ছাড়া দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির সমাধান সম্ভব নয়। জনগণের অধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।  


তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আন্দোলনের মূল লক্ষ্য দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা। বর্তমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচনই দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে বলে তিনি উল্লেখ করেন।  


সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। নেতারা আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা একটি জাতীয় পুনর্গঠনের রূপরেখা যা বাস্তবায়নের মাধ্যমে দেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে।  


উপজেলা বিএনপির নেতারা সরকারের সমালোচনা করে বলেন, গণতন্ত্রের নামে দেশে একতরফা শাসন চলছে। সরকার জনমতের তোয়াক্কা না করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে। তারা অবিলম্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান।  


সমাবেশে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা একমত পোষণ করেন যে, তাদের আন্দোলন শান্তিপূর্ণ হলেও এটি গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতারা জনগণকে এ আন্দোলনে সম্পৃক্ত হয়ে তাদের অধিকার আদায়ের আহ্বান জানান।  


উল্লেখ্য, হিজলায় আয়োজিত এই সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি বিএনপির সংগঠিত অবস্থার প্রতিফলন বলে মনে করেন বিশ্লেষকরা।