মানবিকতার বার্তা ছড়াচ্ছে রাজবাড়ী টিম ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার ৩১শে ডিসেম্বর ২০২৪ ০৭:০২ অপরাহ্ন
মানবিকতার বার্তা ছড়াচ্ছে রাজবাড়ী টিম ফাউন্ডেশন

মানুষ মানুষের জন্য—এই প্রতিপাদ্যে রাজবাড়ী টিম ফাউন্ডেশন পদ্মা নদী ভাঙনের শিকার শীতার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ৫০টি নদী ভাঙন পরিবারকে কম্বল প্রদান করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী টিম ফাউন্ডেশনের সভাপতি জয়েন্ত দাস, সাধারণ সম্পাদক আহসান হাবীব, উপদেষ্টা সুজিত কুমার নন্দী, এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রবিউল রবি। এ ছাড়াও উপস্থিত ছিলেন সদস্য আশরাফুল আলম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, দৈনিক সংবাদ-এর গোয়ালন্দ প্রতিনিধি শেখ রাজিব, কেকেএস আর ম্যানেজার শাহাদাৎ হোসেন, পায়েকট বাংলাদেশ ম্যানেজার মজিবুর রহমান খান জুয়েল, ও সমাজসেবক জামাল মুন্সী।


শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহৎ উদ্যোগ সম্পর্কে ফাউন্ডেশনের সভাপতি জয়েন্ত দাস বলেন, “মানুষ মানুষের জন্য—এই মর্মবাণী থেকেই আমাদের এই উদ্যোগ। শীতার্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ-কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করেছি।”


উপস্থিত অতিথিরা রাজবাড়ী টিম ফাউন্ডেশনের এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “এমন উদ্যোগ সমাজে মানবিকতার বার্তা পৌঁছে দেয় এবং সকলকে এ ধরনের উদ্যোগে অংশগ্রহণের উৎসাহিত করে।”


নদী ভাঙনের শিকার পরিবারগুলো কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। শীতের তীব্র কষ্ট লাঘবে এই সহায়তা তাদের জন্য আশীর্বাদ হিসেবে এসেছে বলে জানান তারা।


রাজবাড়ী টিম ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে দারুণ সাড়া ফেলেছে। শীতার্তদের জন্য এমন মানবিক উদ্যোগ বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে।