খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনের উপস্থিতিতে প্রধান শিক্ষক মোহাম্মদ সাদেক আলীর হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। এ মহৎ উদ্যোগ বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেলাল হোসেন বলেন, “দেশের অনেক স্কুল-মাদ্রাসা অবহেলিত অবস্থায় আছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের উন্নত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, যুবদলের আহ্বায়ক মোঃ আফসার, সদস্য সচিব মোঃ সেলিমসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাদেক আলী বলেন, “এ সহযোগিতার ফলে বিদ্যালয়ের অফিসিয়াল কাজের গতি আরও দ্রুত হবে। আমরা পানছড়ি উপজেলা বিএনপি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”
এ উদ্যোগকে ঘিরে এলাকায় বিএনপি নেতাকর্মীদের ভূয়সী প্রশংসা করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে শিক্ষার উন্নয়ন নিয়ে এমন উদ্যোগের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।