টেকনাফে অপহৃত ১৮ জনকে উদ্ধার করলো র‍্যাব

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির, উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: মঙ্গলবার ৩১শে ডিসেম্বর ২০২৪ ০৬:৪৯ অপরাহ্ন
টেকনাফে অপহৃত ১৮ জনকে উদ্ধার করলো র‍্যাব

কক্সবাজারের টেকনাফে অপহৃত ১৮ জনকে সফল অভিযানে উদ্ধার করেছে র‍্যাব-১৫। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় র‍্যাব-১৫ এর অতিরিক্ত সিনিয়র সহকারী পরিচালক ও পুলিশ সুপার মো. কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।`


এর আগে, অপহৃত ১৯ জন বনকর্মীকে উদ্ধারে টেকনাফের গভীর পাহাড়ি এলাকায় ড্রোন ব্যবহার করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র‍্যাবের সঙ্গে বন পাহারা দলের সদস্য (সিপিজি), স্থানীয় জনতা এবং পুলিশ সদস্যরা অংশ নেন। অভিযানের এক পর্যায়ে দুষ্কৃতকারী দল অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয় বলে জানা গেছে।


উল্লেখ্য, সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফের পাহাড়ি এলাকায় বনকর্মী দলকে অপহরণ করে একদল দুষ্কৃতকারী। অপহরণের পর তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।