নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ পুকুরে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪ ০৫:৫২ অপরাহ্ন
নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ পুকুরে উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মধ্য নাজিরপুর গ্রামে নিখোঁজের একদিন পর এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে খসরু মিয়ার বাড়ির পুকুর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।  


নিহত আব্দুল মোতালেব (৭৫) বেগমগঞ্জ ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের মৃত নুর আহমদের ছেলে।  


স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় আব্দুল মোতালেবের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে বেগমগঞ্জ থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।  


পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আব্দুল মোতালেব মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। ধারণা করা হচ্ছে, ভবঘুরে চলাচল করার সময় পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে।  


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “নিহত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন। পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”  


ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। পরিবার ও স্থানীয়রা বৃদ্ধের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।