খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের ৭ম কাউন্সিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ২১শে ডিসেম্বর ২০২৪ ১১:১১ পূর্বাহ্ন
খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের ৭ম কাউন্সিল অনুষ্ঠিত

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার ৭ম কাউন্সিল শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হলে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলের প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রচাথোয়াই চৌধুরী।


মারমা যুব ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি চিংহ্লামং মারমার সঞ্চালনায় এবং রাপ্রু মগের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কংচাইরী মাস্টার, সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


কাউন্সিলে বক্তারা বলেন, "আমরা বৈষম্যহীন সমাজ গঠনের জন্য কাজ করতে চাই, আমাদের উদ্দেশ্য হলো অবহেলিত জনগণের পাশে দাঁড়িয়ে তাদের উন্নয়নে সহযোগিতা করা।" তারা সকলের সহযোগিতা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।


পরে কাউন্সিলের শেষে নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। মংখই মারমাকে সভাপতি, থোয়াইউ মারমাকে সাধারণ সম্পাদক এবং রেমাদু মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। নতুন কমিটি আগামী তিন বছর খাগড়াছড়ি সদর উপজেলা শাখার দায়িত্ব গ্রহণ করবে।


এটি ছিল বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে সংগঠনটির কার্যক্রম সম্প্রসারণ এবং সমাজে এর ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে।