রাজধানীর সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় ১ নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৫ জন। শুক্রবার (৮ মার্চ) দুপুর ১২টার ফায়ার সার্ভিসের সদস্যরা বুড়িগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করেন। তবে তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিরাজ আলী।
এর আগে বৃহস্পতিবার (৭ মার্চ) দিনগত রাত পৌনে ১০টার দিকে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে শাহজালাল নামে একজন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ রয়েছেন একই পরিবারের ছয় সদস্য। সাঁতরে তীরে উঠলেও লঞ্চের পাখায় শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে আহত শাহজালালকে তারা উদ্ধার করে। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর বাবুল মিয়া জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১০টা দিকে নদী পারাপারের সময় যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এতে একযাত্রী সাঁতারে তীরে উঠলেও বাকি ৬ যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারে কাজ শুরু করেছে। নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নৌকার যাত্রীরা শরীয়তপুরের ভেদরগঞ্জ যাওয়ার জন্য কামরাঙ্গীরচর থেকে খেয়া নৌকায় নদী পার হচ্ছিলেন। টার্মিনালের কাছাকাছি পৌঁছালে বরিশালগামী লঞ্চ সুরভী ৭ এর ধাক্কায় ডুবে যায় নৌকাটি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।