রাজধানীর শাহবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। তার নাম শিমুল (১৭)। শনিবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিমুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের সহকর্মী আব্দুল গণি জানান, শাহবাগের শিববাড়ি এলাকার একটি নির্মানাধীন ১৬ তলায় কাজ করছিলেন তারা। কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান শিমুল। এতে তিনি গুরুতর আহত হলে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন তার মৃত্যু হয়। শিমুলের বাড়ি রংপুর সদর উপজেলা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।