আগৈলঝাড়ায় ঔষধের দোকানে ভোক্তা অধিদপ্তরে অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: সোমবার ১১ই মার্চ ২০১৯ ০৭:৩৯ অপরাহ্ন
আগৈলঝাড়ায় ঔষধের দোকানে ভোক্তা অধিদপ্তরে অভিযানে জরিমানা

বরিশালের আগৈলঝাড়ায় হাসপাতালের সামনে ঔষধের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযানে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের সহায়তায় উপজেলা হাসপাতালে সামনে ভোক্তা অধিদপ্তরে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরে সহকারী পরিচালক শাহ মো. সোয়াইব মিয়া। এসময় তার সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. একেএম মনিরুল ইসলাম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার। 

অভিযানে দোকানে মেয়াদোত্তীর্ন ওষুধ রাখা ও ওষুধের প্যাকেটে মূল্য তালিকা না থাকায়  ভোক্তা অধিকার আইনে আ. মান্নানের মুসলিম মেডিকেল হলকে  চার হাজার টাকা, আলকাসের ইসলাম মেডিকেল হল আট হাজার টাকা, জসীম সন্যামতের মা মেডিকেল হল পাঁচ হাজার টাকা ও নজরুল সন্যামতের সন্যামত ডায়াগনিষ্ট সেন্টারকে দুই হাজার টাকা জরিমানার করে তা আদায় করা হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব