নির্বাচন নিয়ে স্পষ্ট রোডম্যাপ, নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার ১৭ই ডিসেম্বর ২০২৪ ০৬:১৩ অপরাহ্ন
নির্বাচন নিয়ে স্পষ্ট রোডম্যাপ, নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে: শফিকুল আলম


নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে স্পষ্ট রোডম্যাপ দিয়েছেন এবং এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আজ (১৭ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য দেন।  


শফিকুল আলম বলেন, "২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে সঠিক তারিখ নির্বাচন কমিশনই নির্ধারণ করবে। এর বাইরে কোন নির্দিষ্ট তারিখ প্রদান করা সম্ভব নয়।" তিনি আরও জানান, নির্বাচন বিষয়ক রোডম্যাপটি একেবারে পরিষ্কার এবং সুস্পষ্ট, যা থেকে কারও মধ্যে বিভ্রান্তি হওয়ার কোন সুযোগ নেই। 


এ সময় তিনি দেশের শিক্ষা খাতে দুর্নীতি বন্ধের বিষয়ে বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, "শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর, বিশেষ করে স্কুল-কলেজে বদলি ও পদোন্নতিতে ব্যাপক ঘুষ লেনদেন হচ্ছে। এর মাধ্যমে আমাদের শিক্ষাখাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এই দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবো।" এছাড়া শিক্ষাখাতে গুণগত পরিবর্তন আনার জন্যও তিনি সরকারের দৃঢ় সংকল্পের কথা জানান।  


শিক্ষা কমিশন গঠনের বিষয়ে শফিকুল আলম বলেন, "কমিশন গঠন সম্পর্কে আপাতত কিছু বলা যাচ্ছে না, তবে সরকার ইতোমধ্যে বেশ কিছু জরুরি পদক্ষেপ নিয়েছে। ক্লাস নাইন ও টেনের পাঠ্যবইগুলো আধুনিকীকরণ এবং পরিমার্জন করা হবে।"  


তিনি আরও জানান, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে গ্রান্টস/মঞ্জুরি ব্যবস্থা বাতিল করে ইউনিভার্সিটি কমিশন করা হবে, যা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আরো কার্যকর ভূমিকা রাখবে। আইসিটি শিক্ষার মানও দ্রুত বিশ্বমানের করার উদ্যোগ নেওয়া হবে। তিনি এও উল্লেখ করেন যে, বর্তমান সরকার শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে, কারণ গত সরকার এই খাতে প্রয়োজনীয় বরাদ্দ দেয়নি। 


এ সময় তিনি শিক্ষাখাতে যথাযথ বরাদ্দ বৃদ্ধি এবং বর্তমান পরিস্থিতির উন্নয়ন করার জন্য সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।