প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ২১:৪০
নওগাঁ সদর উপজেলায় খাদ্যবান্ধব ডিলারশীপ নিয়োগে লটারিতে অবৈধ প্রভাব ও অনিয়মের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে পার্ক ভিউ রেস্টুরেন্টে একটি সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা তাদের বেদনাদায়ক অভিজ্ঞতা তুলে ধরেন। তিলকপুর ইউনিয়নের লিটন হোসেন রুবেল লিখিত বক্তব্যে জানান, গত বছরের ৩১ অক্টোবর খাদ্যবান্ধব ডিলারশীপে আবেদন করেছিলেন তারা। নির্বাচনের জন্য গঠিত তদন্ত কমিটি যোগ্য প্রার্থীদের তালিকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইবনুল আবেদীনের কাছে জমা দেয়।