প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৪, ২১:৩৬
বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৮ ডিসেম্বর) বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব বিদেশি নাগরিক বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদেরকে দ্রুত বৈধতার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, "অবৈধ বিদেশিদের বিষয়ে আমরা পত্রিকায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। আমরা কোনো বিদেশি নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করতে দেব না।" তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি এবং এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে সম্পর্কিত নয়।
প্রসঙ্গত, কিছুদিন আগে এক উপদেষ্টা ফেসবুকে একটি পোস্টে দাবি করেছিলেন যে, বাংলাদেশে ২৬ লাখ ভারতীয় নাগরিক অবৈধভাবে চাকরি করছেন। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, "কোনো উপদেষ্টা ফেসবুকে এসব কথা লিখেছেন, সেটি আমার জানা নেই।"
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি আরও জানান, অবৈধ বিদেশিদের সংখ্যা ও তাদের দেশের নাম সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য তার কাছে নেই। তবে তিনি এও বলেন, এই তালিকা হাতে আসার পর সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি বলেন, "যত দ্রুত আমরা এই তালিকা পাবো, তত দ্রুত আমরা ব্যবস্থা গ্রহণ করব।" তিনি নিশ্চিত করেছেন যে, দেশের সীমানায় অবৈধভাবে থাকা বিদেশি নাগরিকদের কোনো অবস্থাতেই বাংলাদেশে থাকার সুযোগ দেওয়া হবে না।