প্রকাশ: ৬ জুন ২০২৫, ২১:৩১
মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আগামীকাল শনিবার (৭ জুন) সারাদেশের মতো মৌলভীবাজারেও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হবে। জেলার প্রতিটি ঈদগাহ মাঠে ইতোমধ্যে ঈদের জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশেষ করে মৌলভীবাজার শহরের ঐতিহাসিক ও সম্মানিত ঈদগাহ হজরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহে তিনটি বৃহৎ জামাত আয়োজন করা হয়েছে।