বাংলাদেশি কনস্যুলেটে হামলার ঘটনায় ভারতের দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ২রা ডিসেম্বর ২০২৪ ০৯:২০ অপরাহ্ন
বাংলাদেশি কনস্যুলেটে হামলার ঘটনায় ভারতের দুঃখ প্রকাশ

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা, ভাঙচুর এবং জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটেছে। এই হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।


সোমবার (২ ডিসেম্বর) এই ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, "আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণ ভাঙার ঘটনাটি খুবই দুঃখজনক। কোনও অবস্থাতেই কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়।"


হামলাটি সংগঠিত করেছে ভারতের ডানপন্থী সংগঠন ‘হিন্দু সংগ্রাম স্মৃতি’। তারা অভিযোগ করেছে, ইসকনের সাবেক সদস্য চিন্ময় দাস প্রভুকে বাংলাদেশে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে তারা সহকারী হাইকমিশনের নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে প্রবেশ করে।


সংবাদমাধ্যম কোলকাতা ২৪ জানায়, আন্দোলনকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করে। ঘটনাটি ঘটার সময় বিক্ষোভকারীরা সার্কিট হাউসের মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে অবস্থান করছিল। পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা ব্যারিকেড ভেঙে হাইকমিশন প্রাঙ্গণে প্রবেশ করে।


ত্রিপুরার পুলিশ ঘটনার পরপরই হস্তক্ষেপ করে এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায়। পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার ড. কিরান কুমা এবং ত্রিপুরা পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) অনুরাগ ধানকার এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনসহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশের কূটনৈতিক ও কনস্যুলার অফিসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।


এই ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করেছে। 



হামলার বিষয়ে স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। তবে হামলার সময় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ত্রিপুরার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।