‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করার আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সোমবার (২ ডিসেম্বর) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এ তথ্য জানান। তিনি বলেন, আগামী রোববার (৮ ডিসেম্বর) আপিল বিভাগে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় আসবে।
২০২০ সালের ১০ মার্চ হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেন। রায়ে বলা হয়, ‘জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।’
২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ একটি রিট করেন, যার শুনানি শেষে এ রায় দেওয়া হয়। রায়ের অংশ হিসেবে, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি কর্মসূচিতে জয় বাংলা স্লোগান ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশও দেওয়া হয়।
পরে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি মন্ত্রিসভা ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করতে রাষ্ট্রপক্ষের উদ্যোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ‘জয় বাংলা’ মুক্তিযুদ্ধের সময়কালীন অনুপ্রেরণার প্রতীক। এটি জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি পাওয়া দেশপ্রেমের প্রতীক হিসেবে বিবেচিত হলেও এ বিষয়ে আইনি জটিলতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপিল বিভাগে মামলার শুনানি কী মোড় নেয়, তা নিয়ে এখন সবার দৃষ্টি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।