ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৈশপ্রহরী ও কর্মচারীদের শীতবস্ত্র বিতরণ করল ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ১৮ই নভেম্বর ২০২৪ ০২:৪৬ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৈশপ্রহরী ও কর্মচারীদের শীতবস্ত্র বিতরণ করল ছাত্রশিবির

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নৈশপ্রহরী ও কর্মচারীদের জন্য শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। সোমবার (১৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান, হল, ফ্যাকাল্টি, ইনস্টিটিউট, টিএসসি ও কার্জন হলের আশপাশে অবস্থান করা নৈশপ্রহরী এবং কর্মচারীদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।


রাত ১২টা থেকে শুরু হয়ে ভোর ৪টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে শিবিরের সদস্যরা শীতবস্ত্র হিসেবে কম্বল, সোয়েটার ও অন্যান্য শীতকালীন পোশাক বিতরণ করেন। শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতের তীব্রতার মধ্যে যারা রাতভর ক্যাম্পাসে দায়িত্ব পালন করেন, তাদের জন্য এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। 


ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম সংবাদমাধ্যমকে বলেন, “শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সবাই আমাদের পরিবারের অংশ। তাদের যেকোনো সমস্যায় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে নৈশপ্রহরীদের শীতে কিছুটা স্বস্তি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।" তিনি আরও বলেন, “আমরা শুধু শীতবস্ত্রই বিতরণ করিনি, পাশাপাশি তাদের সন্তানদের শিক্ষার জন্যও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি।"


শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া, প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নুর, বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক ইকবাল হায়দারসহ আরও অনেক নেতা-কর্মী।


এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিবিরের সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তাদের মতে, শীতে রাতভর কাজ করার ফলে কষ্টের সম্মুখীন হন, তবে শিবিরের এ ধরনের মানবিক সহায়তা তাদের জন্য বড় এক সাহসিকতার প্রতীক হিসেবে কাজ করছে।


এটি ছিল ছাত্রশিবিরের একটি মানবিক উদ্যোগ, যা তাদের নিয়মিত সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে পালন করা হয়েছে।