শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: রবিবার ১০ই নভেম্বর ২০২৪ ০৩:৩৯ অপরাহ্ন
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি অব্যাহতি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপির শৌলজলিয়া ইউনিয়নের সভাপতি শামসুল আলমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৯ নভেম্বর) রাতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন এবং সাধারণ সম্পাদক আখতার হোসেন মীরবহরের স্বাক্ষরিত একটি পত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।


অব্যাহতি সংক্রান্ত পত্রে উল্লেখ করা হয়েছে, গত ১২ আগস্ট শৃঙ্খলা ভঙ্গের কারণে শামসুল আলমের সভাপতির দায়িত্ব স্থগিত করা হয়েছিল। পরে ২৪ আগস্ট তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হলেও, সম্প্রতি তিনি আবারো দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং এর সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। ফলে তাকে ৫ নং শৌলজলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পদসহ দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


এই সিদ্ধান্তের বিরুদ্ধে শামসুল আলম বলেছেন, “বহিষ্কার করার আগে আমাকে শোকজ নোটিশ দেয়া উচিত ছিল, কিন্তু তারা সেটি না করে সরাসরি অব্যাহতি দিয়েছে। বিএনপি নেতাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তার বাদী অন্য ব্যক্তি। আমি দীর্ঘদিন ইউপি সদস্য হিসেবে কাজ করেছি, পদ-পদবি আমার কাছে কিছুই নয়। আমি আগেও বিএনপি করেছিলাম, এখনও করব।”


উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন বলেছেন, শামসুল আলম শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি দলের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন, যার কারণে তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।