ফরিদপুরে ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৬ই নভেম্বর ২০১৯ ০৭:৫৮ অপরাহ্ন
ফরিদপুরে ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ ২ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী যশোর-বেনাপোল, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে আগত অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে পাংশা রাজবাড়ী রুট ব্যবহার করে ঢাকা ও নারায়নগঞ্জ নিয়ে  বিভিন্ন মাদক বিক্রেতার নিকটে পাইকারী বিক্রয় করে থাকে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে ০৬/১১/২০১৯ইং তারিখ সকালে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, এক মাদক ব্যবসায়ী চক্র কুষ্টিয়া থেকে পাংশা হয়ে একটি ফেন্সিডিলের চালান বিক্রয়ের জন্য ঢাকা নিয়ে যাবে। 

এ প্রেক্ষিতে ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ০৬/১১/২০১৯ইং তারিখ সকাল ১০.১৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার পাংশা থানাধীন নাচনা মুরাদপুর গ্রামস্থ জনৈক আব্দুর জব্বারের বাড়ির সামনে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের উপর থেকে একটি প্রাইভেটকার তল্লাশী করে ২৯২ (দুইশত বিরানব্বই) বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল ও ০১ বোতল বিদেশী মদ উদ্ধার করে এবং আসামী ১। মোঃ আমজাদ হোসেন(৩০), পিতা- মৃত আব্দুল গনি শেখ, সাং- গোপীনাথখিলা, থানা- পূর্ব ধোলা, জেলা- নেত্রকোনা, ২।  মোঃ সুমন খান(৩০), পিতা- মোঃ জয়নাল আবেদিন, সাং- ব্রাহ্মনগঞ্জ, থানা- রুপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ দ্বয়কে গ্রেফতার করে।

এ সময় আসামীদের হেফাজত থেকে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৪ টি সিমকার্ডসহ ০২টি মোবাইল ফোন, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার ও নগদ ৫,৫০০/- টাকা জব্দ করা হয়। পরবর্তীতে আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করে তাদের স্বীকারোক্তি থেকে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় উক্ত বিপুল পরিমান ফেন্সিডিল ও মদ বিক্রয়ের উদ্দেশ্যে তাদের হেফাজতে থাকা  প্রাইভেটকারে পরিবহন করেছিলো এবং তার দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল ও বিদেশী মদ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে  ঢাকা ও নারায়নগঞ্জ শহরের মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী বিক্রয় করে থাকে। 

উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজবাড়ী জেলার পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে ও উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব