গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। রোববার (১০ নভেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত এক যুবককে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার আন্দি এলাকার নাসির উদ্দিন (২৩), মধুপুর উপজেলার সৈয়দ আলীর ছেলে মুসলিম উদ্দিন (৩০), এবং সখিপুরের সেকেন্দার আলী ছেলে জুয়েল মিয়া (৩২)।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা রাজধানী ঢাকা থেকে তাদের এক বন্ধুকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তাদের প্রাইভেটকারটি ইউটার্ন নিতে গিয়ে ঢাকাগামী আল বারাকা পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। ঘটনাস্থলে মুসলিম উদ্দিন মারা যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে নাসির উদ্দিনও মারা যান। আহত জুয়েল মিয়াকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে সেখানেও তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। প্রাইভেটকার চালক আজিজুল রহমান আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাস ও প্রাইভেটকারটি আটক করা হয়েছে, তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।
এদিকে, নিহতদের পরিবারের মধ্যে শোকের মাতম চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।