কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক এক ব্যক্তি, মাদক মামলায় অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি-খুলনা
প্রকাশিত: শনিবার ৯ই নভেম্বর ২০২৪ ০৬:৪৪ অপরাহ্ন
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক এক ব্যক্তি, মাদক মামলায় অভিযুক্ত

খুলনা জেলার দাকোপ থানাধীন ঠাকুরবাড়ি খেয়াঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটার পাইপ গানসহ এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। 


আটককৃত ব্যক্তি হলেন মো. ইসমাইল শেখ (২৪)। তার বিরুদ্ধে রামপাল থানায় দুইটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে, যা তদন্তাধীন বলে জানা গেছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত ব্যক্তির কাছে পাওয়া ওয়ান শুটার পাইপ গানটি উদ্ধার করা হয়েছে, যা দিয়ে তিনি অবৈধ কার্যক্রম চালানোর জন্য ব্যবহার করতে পারে। 


অভিযানের পর আইনি প্রক্রিয়া অনুযায়ী, জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিকে দাকোপ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে, এলাকাবাসী জানান, গত কিছু দিন ধরে এই অঞ্চলে মাদকদ্রব্যের ব্যবহার ও অস্ত্রের অবৈধ লেনদেন বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। তারা আশা করছেন, এর ফলে এলাকার নিরাপত্তা পরিস্থিতি আরও উন্নত হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে থাকবে।