প্রকাশ: ৩ নভেম্বর ২০২৪, ১৮:১
চট্টগ্রাম: বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন। রোববার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
শপথগ্রহণ অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডা. শাহাদাতের শপথ গ্রহণের খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক নেতা ও সমর্থকরা ঢাকায় সমবেত হন।
শপথ গ্রহণের পর, ডা. শাহাদাত হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যাবেন। তিনি আগামী ৫ নভেম্বর চট্টগ্রামে ফিরে দায়িত্বভার গ্রহণ করবেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম ৩ লাখ ৬৯ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন। ডা. শাহাদাত হোসেনের শপথ গ্রহণের মাধ্যমে চট্টগ্রামে বিএনপির নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন দলের নেতা ও সমর্থকরা।
নতুন মেয়র হিসেবে ডা. শাহাদাতের নেতৃত্বে চট্টগ্রামের উন্নয়ন ও সেবায় নতুন দিগন্ত উন্মোচনের আশা করা হচ্ছে।