প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৬
ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন চারটি ধাপে অনুষ্ঠিত হবে। আগামী ৪ মে প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে ভোট শুরু হচ্ছে। এবার দেশের ছয়টি নির্বাচনি অঞ্চলের ৩৪৪টি উপজেলার নির্বাচন কখন হবে তা আনুষ্ঠানিকভাবে জানাল নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে চারটি ধাপে কোন জেলার কোন উপজেলার ভোট কবে হবে বুধবার সন্ধ্যার দিকে ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তালিকায় রয়েছে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের উপজেলাগুলো। তবে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের উপজেলার তালিকা পরবর্তীতে জানাবে কমিশন।
এবারই প্রথমবারের মতো প্রতি জেলায় তিন পর্বে ভোট করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, আমার সহকর্মীরা চমত্কার কাজ করেছেন, একটা জেলার মধ্যে তিনটা পর্বে উপজেলা নির্বাচন করব। ভারতে যেমন তিন মাস ধরে হয়, আর এখানে তিনটা পর্বে হবে, একই জেলায়। একই ডিসি, একই পুলিশ সুপারের অধীনে নির্বাচন করা যায়, তাহলে নির্বাচনকে অনেক সহজ করে দেবে। একই জেলার মধ্যে হওয়ার কারণে প্রশাসনের জন্য এটা সহজ হয়ে যাবে। ভোটার আসছে কি না, সহিংসতার সম্ভাবনা আছে কি না, এমন বিষয় পর্যালোচনা করে কার্যকরী পদক্ষেপ নেওয়া যায়। এবারই প্রথম বারের মতো উপজেলায় এটা প্রয়োগ হচ্ছে।
সম্প্রতি ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, প্রথম ধাপে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপে ২৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসি ঘোষিত তালিকা অনুযায়ী, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে প্রথম ধাপে ১০৮টি, দ্বিতীয় ধাপে ১২১, তৃতীয় ধাপে ৭৭ ও চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের উপজেলাগুলোর তালিকা পরে প্রকাশ করা হবে। বর্তমানে নির্বাচন উপযোগী উপজেলার সংখ্যা ৪৫২টি। আজকালের মধ্যে উপজেলা পরিষদের নির্বাচনের বিস্তারিত তপসিল ঘোষণা করবে ইসি।